হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে মোটরসাইকেল র‍্যালি বীরভূমে

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

রাত পোহালেই ভারতের স্বাধীনতা দিবস। সেই জন্য আজ ১৪ আগস্ট থেকে ক্লাব, স্কুল, কলেজ সর্বত্রই এক আলাদা প্রস্তুতি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে তিরঙ্গা যাত্রা। মিছিল করে জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন সাধারণ মানুষ। ঘরে ঘরে লাগানো হচ্ছে তেরঙ্গা পতাকা। এবার পতাকা বিক্রিও বেড়েছে বলে বিক্রেতাতাদের মত। জেলা জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে জেলা বিজেপির পক্ষ থেকে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় পতাকা নিয়ে চলছে মোটরসাইকেল র‍্যালি। বীরভূমের রামপুরহাট বিধানসভার কুসুম্বা ও নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে গ্রামে ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালির সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সাধারণ সম্পাদক মাননীয় শান্তনু মণ্ডল সহ স্থানীয় উৎসাহী যুবক ও দলীয় কর্মী সমর্থকরা।

অপারেশন সিঁদুরের সাফল্যে এবং ভারত মায়ের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার লক্ষ্যে জাতীয় পতাকা হাতে বাইক রেলি করা হয় বৃহস্পতিবার। নরেন্দ্র মোদী যে “হর ঘর তিরাঙ্গা, ঘর ঘর তিরঙ্গা”- ডাক দিয়েছেন- তারই পরিপ্রেক্ষিতে এদিন দুবরাজপুর পাঁচড়া হাটতলা থেকে ভীমগড়, কেন্দ্রগড়িয়া, হজরতপুর, রসা, বড়রা এলাকা হয়ে বাইক রেলি শ্যামলডি পর্যন্ত প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, সমাজসেবী সুখময় গড়াই, অনুপম বাগ, কৃষ্ণ গড়াই, উৎপল সাই, দেবব্রত গুপ্ত প্রমুখ ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *