আমজোড়া সেতু: এক সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

নির্মাণ ও স্থান
আমজোড়া সেতুটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিউড়ি-দুমকা অঞ্চলের ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি রাণীশ্বর ও সিউড়ির মধ্যে দূরত্ব প্রায় ৬ কিমি কমিয়ে দিয়েছে।

নির্মাণের সময়কাল
তথ্যমতে, সেতুর প্রকল্প শুরু হয়েছিল ২০০৮ সালে। এর পর পরিকল্পিত কাজ শেষ করে জনসাধারণের ব্যবহারের জন্য সেতুটি খুলে দেওয়া হয় জানুয়ারি ২০১১ সালে ।

যোগাযোগ ও অর্থনৈতিক গুরুত্ব
সেতুর নির্মাণের ফলে সিউড়ি ও রাণীশ্বরের মধ্যে যাতায়াত অনেক দ্রুত ও নিরাপদ হয়েছে। আগে নদী পারাপারের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হত।

বর্তমান পরিস্থিতি
বীরভূম জেলার জীবনরেখা হিসেবে পরিচিত তিলপাড়া সেতু কিছুদিনের জন্য মেরামতের কাজে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সিউড়ি-দুমকা রুটে প্রতিদিন যাতায়াতকারী মানুষদের বড় সমস্যায় পড়তে হচ্ছে। ফলে সিউড়ি – আমজোড়া – রাণীশ্বর বিকল্প রুটের গুরুত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে।

আমঝোড়া সেতুর ভিডিও দেখতে নিচের ছবিতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *