সাঁইথিয়ায় স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়ায় স্থানীয় পুরসভা সহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের পক্ষে স্বাধীনতা দিবসটি উদযাপিত হল যথাযথ মর্যাদার সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সারাদিনের বিভিন্ন সময় বের হয়েছিল দেশাত্মবোধক শোভাযাত্রা। শহরের বিভিন্ন ওয়ার্ডে ছিল নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শহিদ প্রণাম অনুষ্ঠান। শহরের ১৬ টি ওয়ার্ডই ছিল উৎসবমুখর। স্কুল কলেজে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সমর শিক্ষার্থী বাহিনীর কুচকাওয়াজ ও ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫ নম্বর ওয়ার্ডে কাজ ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সহ নানা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যেয় ছিল পুরস্কার বিতরণী পর্ব। শহর জুড়ে ছিল উৎসবের মেজাজ। প্রতি বছরের মত এ বছরেও সাঁইথিয়া রবীন্দ্র ভবনে রঙ্গতীর্থ নাট্যদল আয়োজন করেছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রী সম্বর্ধনা। এছাড়া দেশাত্মবোধক নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হয় নাটক। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় অন্য আকর্ষণ ছিল অগ্রণী সমাজের উদ্যোগে শহরের নাগরিকদের নিয়ে বিশাল দেশাত্মবোধক শোভাযাত্রা শহর পরিক্রমা করে। “তেরঙ্গা আর ত্রিশূল ” শিরোনামে এই শোভাযাত্রার মাধ্যমে অগ্রণী সমাজের এ বছরের শারদীয় দুর্গাপুজোর থিমভাবনাকেও প্রকাশ করা হয়। সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত, সহকারী পুরপিতা কাজী কামাল হোসেন সহ শহরের বিভিন্ন শ্রেণির নাগরিক এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *