রাতভর অভিযানে ২০টি বালি বোঝায় ট্রাকটার আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ

শম্ভুনাথ সেনঃ

রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে বালি পাচার করার সময় ২০ টি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল রামপুরহাট থানার পুলিশ। গতকাল রাত থেকে আজ ১৮ আগস্ট সকাল পর্যন্ত বীরভূমের রামপুরহাট থানার বিভিন্ন এলাকা থেকে বালি বোঝাই ট্রাক্টরগুলি আটক করা হয়। বর্ষার মরশুমে নদী থেকে বালি তোলা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তারপরেও বীরভূমের নারায়ণপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রাহ্মণী নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছিল। অভিযোগ আসতেই তৎপর হয় রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। সেই অভিযান চালানোর সময় ২০ টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। আজ দুপুর পর্যন্ত আটক বালির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালি বোঝাই ট্রাক্টর গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ট্রাক্টরের চালকেরা পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *