
শম্ভুনাথ সেনঃ
গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ গতরাত্রে সাঁইথিয়া-লাভপুর রোডের কিষান মাণ্ডি সংলগ্ন এলাকা থেকে ৩৮ কিলো গাঁজা উদ্ধার করে। একটি সন্দেহজনক গাড়ি থেকে এই গাঁজা উদ্ধার হয় এবং সীজড করে পুলিশ। সেইসঙ্গে সেই গাড়িচালক মন্টু পালকে গ্রেপ্তার করা হয়। যার বয়স ৪০ বছর। বাড়ি বোলপুর থানার অন্তর্গত শুড়ি পাড়ায়। পুলিশ তাকে এরেস্ট করে এবং সাঁইথিয়া থানাতে NDPS একটা ধারায় তাকে অভিযুক্ত করা হয়। ধৃত আসামীকে সিউড়ি আদালতে তোলা হয়। আদালত কেসের অগ্রগতির জন্য ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।