
শম্ভুনাথ সেনঃ
একটানা বৃষ্টির ফলে ভেঙ্গে পড়ল বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরের একটি প্রাচীন নাট মন্দির। যদিও প্রাণহানির কোনো খবর নেই বলে বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ বক্রেশ্বর। বীরভূমের দুবরাজপুর ব্লকে বক্রেশ্বর নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শৈবক্ষেত্র। বছর ভর হাজার হাজার পুণ্যার্থীদের আনাগোনা। মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে মহিশমর্দিনী ও বক্রেশ্বর মন্দির। গরম জলের কুণ্ড সহ সারা বক্রেশ্বর জুড়েই রয়েছে শতাধিক মন্দির। গতকাল সন্ধ্যাবেলায় একটানা বৃষ্টির ফলে মূল মন্দিরে ঢোকার পথেই “হরি ওম আশ্রম” সংলগ্ন একটি প্রাচীন নাটমন্দির ভেঙে পড়ে যায়। ভিতরে দু একটি সাইকেল চাপা পড়ে থাকলেও প্রাণহানি হয়নি বলে বক্রেশ্বর মন্দির উন্নয়ন সেবা এর সমিতির সদস্য দেবনাথ মুখার্জি জানিয়েছেন।

