বীরভূমের আমোদপুর-কাটোয়া রেললাইনে একজোড়া নতুন ট্রেন আজ চালু হলো

শম্ভুনাথ সেনঃ

শেষ পর্যন্ত রেলযাত্রীদের দাবি মেনে কাটোয়া-আহমদপুর শাখায় এক জোড়া নতুন ট্রেন আজ ২৫ আগস্ট থেকে চালু হল। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এতদিন ধরে এই লাইনে মাত্র দু’জোড়া ট্রেনই চলত। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আরো এক জোড়া ট্রেন যাতে দেওয়া হয়। এবার এই লাইনে মোট তিন জোড়া ট্রেন চলাচল করার খবরে রেলযাত্রী মহলে খুশির হাওয়া। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৯১৬ সালে ‘ম্যাকলিওড রাসেল কোম্পানি’ কাটোয়া থেকে আহমদপুর পর্যন্ত মোট ৫১ কিমি ন্যারোগেজ রেললাইন স্থাপন করে। এক বছর পর ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। উল্লেখ্য, ২০১৩ সালে ৩৫৭ কোটি টাকা ব্যয়ে ভারত সরকারের রেল কর্তৃপক্ষ ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করে। ২০১৮ সালের মে মাস থেকে শুরু হয় ট্রেন চলাচল। এতদিন ওই শাখায় দু’জোড়া ট্রেন যাতায়াত করত। কাটোয়া থেকে সকাল ৮টা ২০ মিনিটে একটি ট্রেন ছাড়ে আমোদপুরের উদ্দেশ্যে। অন্যদিকে আমোদপুর থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে একটি ট্রেন ছাড়ে। তারপর সকাল ১০টা ৩২ মিনিটে একটি মেমু ট্রেন ছাড়ে, আর আমোদপুর থেকে সকাল ১১টা ৫৫ মিনিটে কাটোয়ার উদ্দ্যেশ্যে ঐ ট্রেন রওনা দেয়। এবার এই নতুন ট্রেনটি কাটোয়ায় বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে ছেড়ে আমোদপুর পৌঁছাবে পাঁচটা পনেরো মিনিটে। অন্যদিকে আমোদপুর স্টেশনে ট্রেনটি পাঁচটা ৩০ মিনিটে ছেড়ে কাটোয়ায় পৌঁছাবে সন্ধ্যা ছটা ৫৫ মিনিটে। আজ এই ট্রেন বিকেলে বীরভূমের কীর্নাহার স্টেশনে আসতেই রেলযাত্রীরা রেল ড্রাইভারদের স্বাগত জানান। তবে আমোদপুর স্টেশনে এই স্টেশন সংলগ্ন একটি টিকিট কাউন্টার খোলার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *