
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তীর্থভূমি তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে এবছর ভক্তদের ঢল নামে। রেকর্ড সংখ্যক ভিড়ে সক্রিয় হয়ে ওঠে চোরচক্র। তবে পুলিশের তৎপরতায় রক্ষা পেয়েছে বহু ভক্ত পুণ্যার্থীরা। ভিড়ের মধ্যে হাতসাফাই করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন।
পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম বিজয় রায়, উপেন্দ্রকুমার রায়, সুরেশ পাশোয়ান এবং শান্তনু তোলে। তারা নেপাল, বিহার এবং হুগলি জেলার বাসিন্দা বলে জানা গেছে। পরিকল্পনা করে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ভিড়ের মধ্যে হাতসাফাই চালাচ্ছিল। খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। ভিড়ের মধ্যে চোরচক্র সক্রিয় হওয়ার অভিযোগ পেতেই তাদের বামাল গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া বেশ কয়েকটি মানিব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। ভিড় সামলাতে এবছর তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট নজরকাড়া।
