
শম্ভুনাথ সেনঃ
এক ব্যতিক্রমী ভাবনায় বিদ্যালয়ের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করলো বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের পাথরচাপুরি হযরত দাতা মহবুব শাহ হাইস্কুল। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রাক্তনীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুচরণ ঘোষ। এদিন ছাত্র-ছাত্রী সহ শিক্ষকরা মিলে মোট ৫৪ জন রক্তদান করেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সচেতন করতে আইনি সচেতনতা বিষয়ে বাল্যবিবাহ, শিশু পাচার,সাইবার ক্রাইম এবং শিশুদের অধিকার সংক্রান্ত বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোকপাত করেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মহাম্মদ রফিক প্রমুখ। ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে মোবাইলের ক্ষতিকর দিক নিয়ে এদিন মুখাভিনয়ের দ্বারা অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে নাটক। সারাদিন ধরে ছিল জমজমাট অনুষ্ঠান।
