
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি নলহাটি ১ ব্লকের দেবগ্রাম ঘাটে ব্রাহ্মণী নদীর জলস্তর অনেকটাই কমেছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। দীর্ঘদিন ধরে একটানা বর্ষণে কজওয়ের উপর দিয়ে এখনো বয়ে যাচ্ছে জল। সেই জল অতিক্রম করে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় নলহাটি ও সংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় বৃষ্টিপাত অনেকটাই কমেছে। ফলে নদীর জলস্তরও কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বৈধরা জলাধর থেকে মাত্র ৬৪৪ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর। জল কমলেও দেবগ্রাম ঘাট কজওয়ের উপর দিয়ে এখোনো বয়ছে স্রোত। সেই স্রোতের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন। তাতে দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা সত্বেও অনেকেই ঝুঁকি নিয়ে এই যাতায়াত করছেন। অন্যদিকে কজওয়ে দিয়ে যাতায়াত ছাড়াও পারাপারের জন্য চালু রয়েছে নৌকা পরিষেবা। স্থানীয় বাসিন্দারা এখনো নদী পারাপারের জন্য একমাত্র ভরসা নৌকা।

