পর পর দুবার লাউজোড় সমবায় নির্বাচন বাতিল হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন রাজনগরে

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজনগর ব্লকের লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পর পর দুবার নির্বাচনের দিনক্ষণ ঘোষনা করেও ফের বাতিল হওয়ায় শুক্রবার শাসক বিরোধী পশ্চিম বঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ বিক্ষোভ প্রদর্শন করে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পৃথক ভাবে অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য অনুযায়ী জানা যায় যে, রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের লাউজোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ১৪ সেপ্টেম্বর। পাশাপাশি নমিনেশন ফর্ম তোলা এবং জমা দেওয়ার কথা ছিল ২৯ ও ৩০ আগস্ট। কিন্তু ২৮ আগস্ট সন্ধ্যায় হঠাৎই কর্তৃপক্ষের তরফে নোটিশ দিয়ে জানানো হয় এই মুহূর্তে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকার জন্য নির্বাচন সম্ভব হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে শাসক বিরোধী দলের নেতাকর্মীরা লাউজোড় সমবায় কেন্দ্রে গিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং রাজনগর- সিউড়ি পথ অবরোধ করেন।
ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দ্রপুর থানার পুলিশ। পরে রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত বিজেপির জেলা সম্পাদক অনুপ গঁরাই ও বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ অন্যান্য দলের নেতাকর্মীরা সমবায় সমিতির দ্রুত নির্বাচন দাবি করেন। অন্যদিকে লাউজোড় সমবায় সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শনকারী পশ্চিম বঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ র পক্ষে শীতল বাউরী, শুকদেব বাগ্দী, উত্তম মিস্ত্রীদের বক্তব্য লাউজোড় সমবায় সমিতির নির্বাচন করাতে প্রশাসন টালবাহানা করছে। পর পর দুবার দিনক্ষণ ঘোষনা হয়ে যাওয়ার পরও নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে নানান অজুহাতে। অবিলম্বে সমবায় সমিতির নির্বাচন করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *