
শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (ICSSR) এর তত্ত্বাবধানে বীরভূমের মুরারই কবি নজরুল কলেজের বোটানি বিভাগের ব্যবস্থাপনায় আজ ২৭ আগস্ট Agribusiness and Entrepreneurship Opportunity for Marginal Public of Socioeconomic region of Rural Communites Of Bengal বিষয়ের উপর একটি জাতীয় পর্যায়ের আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ও কলেজের গভর্ণিং বডির প্রেসিডেন্ট ডা. মোসারফ হোসেন। এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য মুরারই অঞ্চলের প্রান্তিক কৃষকদের স্বল্প মূল্যে ফসল উৎপাদনের নতুন কৃষি পদ্ধতির শিক্ষা দেওয়া। সে কথায় সাংবাদিকদের জানান আহ্বায়ক তথা কলেজের অধ্যক্ষ ড. মুকেশকুমার সিং। বিশেষ সহায়তা করেছেন উদ্ভীদবিদ্যা বিভাগের প্রধান ড. মেহেদী হোসেন।
এদিন এই সেমিনারে কেবল বক্তৃতা নয়, হাতে কলমে এই বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কৃষ্ণেন্দু আচার্য। এদিন অনুষ্ঠানে স্থানীয় ২৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকল কৃষককে মাসরুম উৎপাদনের প্রশিক্ষণ প্রদান করা হয়। আলোচনায় মনোজ্ঞ বক্তব্য রাখেন এডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মৌমিতা গঙ্গোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশুতোষ সরকার প্রমুখ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই; বীরভূম