
সেখ রিয়াজুদ্দিনঃ
বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কাঁকরতলা থানার প্রচেষ্টায় জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামিদামি কোম্পানির ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইল গুলো তুলে দেওয়া হয় “অপারেশন প্রাপ্তি”র ব্যানারে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে। এদিন মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশিস হালদার, কাঁকরতলা থানার ওসি মহম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।