ঋণ খেলাপির দায়ে বীরভূমের মুরারইতে ঋণগ্রহীতার বাড়ি সিল করল ব্যাংক কর্তৃপক্ষ

শম্ভুনাথ সেনঃ

ঋণ নিয়ে পরিশোধ না করার দায়ে বাড়ি সিল করে দিল ব্যাংক কর্তৃপক্ষ। এমন খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নং ব্লকের বেগুন মোড়ের কাছে। ৩০ আগস্ট দুপুরে বীরভূম পুলিশ প্রশাসনের সহযোগিতায় “আধার হাউসিং ফাইন্যান্স” লিমিটেডের পক্ষ থেকে খাবির সেখের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বছর ১০ আগে খাবির সেখ ওই হাউসিং ফাইন্যান্স সংস্থা থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় সুদে আসলে সেই টাকা বেড়ে দাঁড়ায় প্রায় ১২ লক্ষ টাকা। অন্তত বছর ছয়েক ঋণের কিস্তি জমা না দেওয়ায় শেষ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয়।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাবির সেখ অভিযোগ করেন “আমার কাছে এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ কোনো লিখিত নোটিশ দেয়নি”। আমি যে ঋণ নিয়েছি সেই নিয়ে আদালতে মামলা চলছে বলে তিনি জানান।
অন্যদিকে ব্যাংকের তরফে জানানো হয়েছে, আদালতের তরফ থেকে কোনো স্টে অর্ডার না থাকায় আইন মেনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ব্যাংকের এক আধিকারিক বলেন, “তিনি চাইলে আদালতের রায় অথবা ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে টাকা পরিশোধ করে আবার নিজের বাড়ি ফেরত নিতে পারবেন।” প্রসঙ্গত পুলিশ প্রশাসন বাড়ি সিল করার আগে মালিককে নিজের জিনিসপত্র বের করে নিতে সহায়তা করেন। তারপরেই বাড়িটিতে তালা ঝুলিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *