
শম্ভুনাথ সেনঃ
বছরভর সাধারণ মানুষের আপদে, বিপদে, জীবন সুরক্ষায় পাশে দাঁড়ায় তাঁরা। আজ ১ সেপ্টেম্বর তাঁদের জন্য দিনটি “পুলিশ দিবস” হিসেবে চিহ্নিত। আড়ম্বরের সঙ্গে রাজ্যের নানা জায়গায় এদিন পালিত হয় পুলিশ দিবস। বীরভূম জেলা জুড়ে পুলিশ দিবস অনুষ্ঠানে নানা আয়োজন। বীরভূমের মুরারই থানা এই দিনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যেসব সিভিকেরা বছরভর ভাল কাজ করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আই সি শামসের আলী।

অন্যদিকে বীরভূমের ইলামবাজার থানার পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা। এলাকায় চুরি যাওয়া একাধিক মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি জানান, বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল ও বাইক চুরির যাওয়ার অভিযোগ ইলামবাজার থানায় নথিভুক্ত হয়। উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতায় মোবাইল ও বাইক উদ্ধারের কাজে নামে পুলিশ। চুরি যাওয়া ৩৫ টি মোবাইল ও ৪ টি বাইক প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। আজ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইল ও বাইক মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এদিন চুরি যাওয়া মোবাইল ও বাইক ফেরত পেয়ে তারা খুশি ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

পুলিশ দিবসে দুবরাজপুর পুরসভার পক্ষ থেকে দুবরাজপুর থানা আধিকারিক ও পুলিশ প্রশাসনকে এদিন ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। দুবরাজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজ সিং সহ সমস্ত অফিসারদের হাতে পুষ্পস্তবক তুলে দেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান মির্জা শওকত আলী সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ ও পুরসভার কর্মী বৃন্দ।