
সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ। এনিয়ে শাসক তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে শাসক বিরোধী বামফ্রন্ট দলের পক্ষ থেকে ১০০ দিনের কাজ চেয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে। এবার সেই আন্দোলনের ঢেউ ব্লক পর্যন্ত বিস্তৃত হয়। জানা যায় মঙ্গলবার সিপিআইএম প্রভাবিত সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে মিছিল সহকারে রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিস অভিযান কর্মসূচি পালন করে। মিছিল শেষে সংগঠনের প্রতিনিধিরা রামপুরহাট এক নম্বর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন বিডিও অফিস অভিযান কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি সমূহের কথা জানা যায় যে, কোটের রায় মেনে রামপুরহাট এক নম্বর ব্লক এলাকায় ১০০ দিনের কাজ শুরু করা। একশো দিনের কাজকে ২০০ দিন করা এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা। তাছাড়া একশো দিনের কাজে দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সুন্ধিপুর মোড় পর্যন্ত বেহাল মিলিটারি রোড পুনর্নির্মাণ করার দাবি তোলা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র লেট, নাজমুল হুদা, জহির আনসারী, আব্দুল আলীম প্রমুখ নেতৃবৃন্দ।