ঝাড়খণ্ড থেকে চোরা চালানে অবৈধ বালি ঢুকছে রামপুরহাটে, বীরভূম প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট মহকুমার নারায়ণপুর,শালবুনি খইডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় সংলগ্ন ঝাড়খন্ড থেকে ব্যাপক হারে অবৈধভাবে বালি আসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাতের অন্ধকারে পাশের রাজ্য এই থেকে অবৈধভাবে ছোট ছোট গাড়ি করে প্রচুর পরিমাণ বালি আনা হচ্ছে। সেই বালি জমা হচ্ছে নারায়ণপুর এলাকায়। পরে সেগুলি ট্রাক্টর বোঝাই করে রামপুরহাট ও আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে চড়া দামে। অসাধু এই ব্যবসায়ীদের কারণে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তেমনি ক্ষতি হচ্ছে সরকারি রাজস্ব। সেই সঙ্গে দিন দিন রাস্তার অবস্থা বেহাল। অসুবিধার মুখে পড়ছেন সাধারণ মানুষজন।
এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবৈধ বালি কারবার চললেও পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিদিন রাতে বালি বোঝাই গাড়ি বেরিয়ে যাচ্ছে। এর ফলে বালি কারবারিদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। উল্লেখ্য, বীরভূমের জেলাশাসক বিধান রায় ইতিমধ্যেই জানিয়েছেন, জেলায় কোথাও অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না। মাঝেমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অজয় ও ময়ূরাক্ষী নদীর বালিঘাটে অতর্কিতে অভিযান চালানো হয়। সেইসব অভিযানে বহুবার অবৈধ বালি বোঝাই ট্রাক্টর ধরা পড়েছে। কিন্তু এরপরেও রাতের অন্ধকারে চোরাচালান বন্ধ হয়নি। এই পরিস্থিতিতে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন কি সত্যিই অবৈধ বালি কারবারীদের রুখতে দৃঢ় পদক্ষেপ নেবে? এখন সেটাই দেখার বিষয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *