বীরভূমের মুরারই পাথর শিল্পাঞ্চল বন্ধ, রুটি রুজিতে টান পড়েছে হাজার হাজার শ্রমিকের

শম্ভুনাথ সেনঃ

কৃষি নির্ভর বীরভূম। বক্রেশ্বর তাপবিদ্যুৎ ছাড়া তেমন কোনো শিল্প গড়ে ওঠেনি। জেলার উত্তর অংশে দীর্ঘদিন ধরে পাথর শিল্পের উপর হাজার হাজার মানুষের জীবন জীবিকা কাটে। বীরভূমের মুরারই রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল ইদানিং মহা সংকটে। পুজোর মুখে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্তত ২০ হাজার শ্রমিক কর্মহীন বলে এলাকার পাথর শ্রমিকরা জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় ছয় মাস ধরে প্রশাসনের নির্দেশে খাদান ও ক্রাশার ইউনিট বন্ধ। এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মরত শ্রমিকরা এখন কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। গোটা এলাকায় করুন অবস্থা। রাজগ্রাম, গোড়সা ও মহুরাপুর অঞ্চল মিলিয়ে গোপালপুর, শ্রীরামপুর, মনিপুর, মহুরাপুর, হরিণডোবা, আম্ভুয়া, সন্তোষপুর, বড়ুয়াগোপালপুর, রাজগ্রাম সহ সংলগ্ন একাধিক গ্রামের হাজার হাজার পরিবারে জীবিকা বন্ধ থাকায় নেমে এসেছে অর্থনৈতিক সংকট। একসময় চারটি বড় কোম্পানি ও অসংখ্য ছোট ছোট ইউনিট মিলিয়ে এখানকার পাথর মালগাড়ি ও ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেত। খাদানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন হাজার হাজার শ্রমিক। এই শিল্প বন্ধের কারণে অনেকে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে পাড়ি জমালেও নানা সমস্যায় আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে। রাজগ্রাম অঞ্চলের সভাপতি গাউস আলী জানান, “পাথর শিল্পাঞ্চল বন্ধের কারণে এলাকায় প্রায় ২০-২৫ হাজার শ্রমিক কর্মহীন। অতি শীঘ্র কাজ না পেলে এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। তবে দ্রুত পরিস্থিতির সমাধান করার চেষ্টা চলছে বলে বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *