
শম্ভুনাথ সেনঃ
আজ বিশ্ব নবী দিবস। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মহম্মদের জন্মদিন। ইসলামিক ক্যালেন্ডার এর তৃতীয় মাসে ১২ই রবিউল আউয়াল এবং ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সারা বিশ্বে মানুষের জন্য শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে ছিলেন এই মহামানব। আজ ৫ সেপ্টেম্বর নবীর আবির্ভাব দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে বীরভূমের সিউড়ি, বোলপুর, মুরারই, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর, রাজনগর সহ বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলাম সম্প্রদায়ের মানুষজন নবীর আদর্শ মেনে সকালে কোরান পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান, তারপরে বিভিন্ন এলাকা থেকে শান্তির বার্তা নিয়ে মিছিল বের হয়। একসাথে অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তির প্রার্থনা করা হয় প্রতিটি মসজিদে। বীরভূমের ইলামবাজার ব্লকের খুস্টিগিরিতে হাজার-হাজার নবী প্রেমিক মোটরসাইকেল, টোটো, চার চাকা গাড়ি সহযোগে ঈদ মিলাদুন্নবীর জুলুশ বা আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকা ছাড়াও পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে মহামানব হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী রহমতুল্লাহ আলায়হের ভক্তগণ উপস্থিত হন এবং শোভাযাত্রায় অংশ নেন। এই উদ্যোগ ও অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও পীর হজরত সৈয়দ শাহ মোঃ হাফিজুর রহমান কেরমানী সাহেব। এদিন সন্ধ্যায় কেরমানীয়া খানকায় পবিত্র মিলাদ-মাহফিল ও সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। এই সভায় মানব কল্যাণের পথপ্রদর্শক বিশ্বনবীর মহান আদর্শ, মানবতাবাদ ও সম্প্রীতির বিভিন্ন দিকগুলি নিয়ে পর্যালোচনা করা হয়। মাওলানা আঃ ওয়াব, মাওলানা বশির উদ্দিন সাহেব ও বহু বিশিষ্ট জ্ঞানী-গুণী ব্যক্তির সমাবেশে মহফিলটি সর্বাঙ্গসুন্দর ভাবে পরিচালিত হয়। বিশ্বপ্রভুর কাছে বিশ্বশান্তির কামনায় জানানো হয় সমবেত প্রার্থনা। অন্যদিকে ২৫ বছর ধরে বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার ইসলামপুর মখ্দুম আশরফ সমিতি নবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এবছর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ৭ দিন ধরে পালিত হচ্ছে “বিশ্ব নবী দিবস সমারোহ”। ৩১ আগস্ট থেকে বিভিন্ন দিনে শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, হেলমেট বিতরণ, নাত শরীফ প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ সেইসঙ্গে হসপিটালে ফল বিতরণ করা হয়। প্রতিবারের মতো এবারেও বিশ্বশান্তির বার্তা নিয়ে দাতা বাবার মাজার শরীফ থেকে সিউড়ি পাথরচাপুরি হয়ে দুবরাজপুর পর্যন্ত বিশাল মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।