ফুটপাত উচ্ছেদের বছর পেরিয়ে গেলেও হয়নি পুনর্বাসন, পুজোর বাজার ধরতে না পারার হতাশা ফুটপাত ব্যবসায়ীদের

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে পুজোর আগে মাথায় হাত ফুটপাত ব্যবসায়ীদের। পুজোর সময় বাড়তি কেনাবেচা হয় ফলে মুনাফা লাভের আশায় বুক বাঁধে ব্যবসায়ীদের মধ্যে। কিন্তু একবছর অতিক্রান্ত হওয়ার পর ও পুনর্বাসন মেলেনি রামপুরহাট ফুটপাত ব্যবসায়ীদের। যার ফলে সকলের চোখে মুখে হতাশার দৃশ্য বিরাজমান। উল্লেখ্য রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে চালা, তাঁবু খাটিয়ে স্থায়ীভাবে ব্যবসা ও বসবাস করতেন রামপুরহাটের ফুটপাথ ব্যবসায়ীরা। আর সেই ব্যবসার আয় উপার্জন থেকেই পরিবার পরিজনের সদস্যদের মুখে হাসি ফুটতো, জুটতো দুবেলা আহার। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ফুটপাত ব্যবসায়ীদের কোন পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় পুজোর মুখেই দুশ্চিন্তায় ভুগছেন ফুটপাত ব্যবসায়ী মহল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বড়, মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরাও কিছু পরিমাণ বাড়তি লাভের অংক দেখে এই এই পুজো পার্বণ ঘিরে। দীর্ঘ এক বছর আগে উচ্ছেদের পরে তাদের সান্ত্বনা হিসেবে রামপুরহাট এসডিপিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক আশীষ ব্যানার্জি, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বছর গড়িয়ে গেলেও মেলেনি তাদের পুনর্বাসন। তাই পুনর্বাসনের দাবিকে সামনে রেখে ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার রামপুরহাট পাঁচমাথা মোড়ে এক বিক্ষোভ প্রদর্শন ও পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে প্রশাসনকে অমানবিক, ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলুমবাজি করা হয়েছে বলে ক্ষোভ উগড়ে দেন উপস্থিত নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *