
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে পথদুর্ঘটনায় একজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। গুরুতর জখম অন্যজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ ৫ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় চাতরা- মুরারই রাস্তার উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভাদীশ্বর পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। রাহুল মাল নামে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যায়। অভিজিৎ মাল নামে অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় মুরারই হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ। তবে অবস্থার অবনতি হলে সেখান থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম