শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে বীরভূমের দুবরাজপুর পুরসভায় একদিনের ফুটবল প্রতিযোগিতা

শম্ভুনাথ সেন

বীরভূমের দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার স্টেডিয়ামে ভারত মায়ের বীরসন্তান শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে আজ ৬ সেপ্টেম্বর একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বনমালী ঘোষ, ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু, শহীদ রাজেশ ওরাং এর বাবা সুভাষ ওরাং, ডাঃ সমীরন মণ্ডল সহ ক্রীড়া প্রেমী মানুষজন। উল্লেখ্য, শহীদ রাজেশ ওরাং ছিলেন বীরভূমের মহম্মদবাজার ব্লকের বেলগড়িয়া গ্রামের এক ভারতীয় সেনা জওয়ান। যিনি ২০২০ সালের ১৬ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সীমান্ত সংঘর্ষে শহীদ হয়েছিলেন। দেশকে রক্ষা করার জন্য তাঁর আত্মত্যাগ সারা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে আজও। দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে শহীদ রাজেশ ওরাংয়ের স্মৃতিতে এবারের খেলা চতুর্থ বর্ষে পদার্পণ করে। বীরভূম সহ ভিন জেলার মোট আটটি দল নিয়ে টানটান উত্তেজনা এবং উৎসাহ নিয়ে এই প্রতিযোগিতামূলক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। দুবরাজপুর বজরং একাদশ উইনার্স এবং বেলগড়িয়া মহম্মদবাজার ফুটবল টিম রানার্স ট্রফি জিতে নেয়। সেই সঙ্গে তাদের হাতে নগদ ১২,০০০ এবং ৮,০০০ টাকা দেওয়া হয় বলে উদ্যোক্তাদের পক্ষে বীরেন ওরাং জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *