
শম্ভুনাথ সেনঃ
ইডির বিশেষ আদালতে আজ ৬ সেপ্টেম্বর, শনিবার আত্মসমর্পণ করেন বীরভূমের বোলপুর বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। মন্ত্রী প্রভাবশালী তাই সাক্ষীদের প্রভাবিত করতে পারেন এই দাবি ইডি-র পক্ষ থেকে তাঁকে ৭ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ইডির দাবি খারিজ করে দেন বিচারক। মন্ত্রীকে ১০ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষে আজ অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আগামী ১৬ সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি হবে। পরবর্তী শুনানি পর্যন্ত বোলপুরেই থাকতে হবে মন্ত্রীকে।