সাপে কামড়ালে আতঙ্ক নয়, সচেতনতার বার্তা দিলেন খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক

সেখ রিয়াজুদ্দিনঃ

বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায়। মাঠে ঘাটে সর্বত্রই বিষধর বা নির্বিশ সাপ সচরাচর দেখা যায়। সাপে কামড়ালে কি করবেন? প্রথমতঃ আতঙ্কিত হবেন না। ঝাড়ফুঁক বা ওঝার শরনাপন্ন না হওয়া। কামড় বা ক্ষত জায়গায় বাঁধন না দেওয়া। সর্বপরি যতদ্রুত সম্ভব স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা। হাসপাতালে একটি রক্ত পরীক্ষা করা হবে। যাহা মিনিট কুড়ির মধ্যে ফলাফল জানা যাবে বিষের গতিবিধি। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাপে কামড়ানো ঔষধ সহ চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন খয়রাশোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *