
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুরের ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লীর ক্যানেল পাড়ের তরুণ রোহিত দাসের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। গত ৩ সেপ্টেম্বর তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা পাড়া। রোহিতের মৃত্যু নিয়ে সন্দেহ ঘনীভূত হওয়ায় আজ ৬ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় কালিপুকুর পাড়ে রোহিতের পরিবার এবং এলাকার সাধারণ মানুষজন একত্রিত হয়ে মোমবাতি মিছিলের আয়োজন করে।
মিছিলে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। ইতিমধ্যে স্থানীয় দোয়েল দাস সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় মানুষের দাবি, “এটা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো চক্রান্ত লুকিয়ে আছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি তোলেন তারা।” এলাকার মানুষের দাবি রোহিত ছিলেন শান্ত, নিরীহ ও সহৃদয় স্বভাবের। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, রোহিত কখনও কারও সঙ্গে বিরোধে জড়াননি। রোহিতের পরিবারও প্রশাসনের প্রতি আস্থা রেখেই বলছে, “আমরা চাই সত্যিটা সামনে আসুক। রোহিত কোনো অন্যায় করেনি, কারও ক্ষতি করেনি। তার জন্য এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না।” ঘটনায় ইতিমধ্যেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পরিবার ও প্রতিবেশীদের একটাই দাবি—রোহিতের মৃত্যুর রহস্য উন্মোচিত হোক এবং অপরাধীরা যেন আইনের সর্বোচ্চ সাজা পায়।