পরীক্ষা চলাকালীন তিলপাড়া ব্যারেজে বাস চালানোর নির্দেশ জেলা প্রশাসনের

দীপককুমার দাসঃ

তিলপাড়া ব্যারেজের খারাপ অবস্থার কারণে গত কয়েক সপ্তাহ ধরে বাস, লরি ও ডাম্পারের মতো ভারী যানবাহনের চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র বাইক, অ্যাম্বুলেন্স এবং ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে।

তবে এবার বিশেষ পরীক্ষার কথা মাথায় রেখে বীরভূম জেলা প্রশাসন নতুন সিদ্ধান্ত নিল। প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে 2nd SLST পরীক্ষা (Assistant Teacher নিয়োগের জন্য)
পাশাপাশি ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাস চলাচলের অনুমতি থাকবে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে।

তবে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ব্যারেজ মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত লরি ও ডাম্পারের মতো ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *