ফসলের ন্যায্য মূল্য সহ বিভিন্ন আলোচনা নিয়ে সারা ভারত কৃষক সভার ২৪ তম খয়রাসোল ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়

সেখ রিয়াজুদ্দিনঃ

সিপিআইএম এর শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার খয়রাশোল ব্লক কৃষক সমিতির ২৪ তম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার লোকপুর থানার ভাড্ডি গ্রামে। সিপিআইএম এর প্রয়াত দুই নেতৃত্বের নামানুসারে দিলীপ গাঙ্গুলি নগর ও ভূদেব বাগ্দী মঞ্চের নামকরণ রাখা হয়। এদিন দলীয় পতাকা সহযোগে স্থানীয় গ্রামে দলীয় কর্মসূচি মোতাবেক বিভিন্ন শ্লোগান সম্বলিত সহকারে একটি মিছিল সংগঠিত হয়। পরবর্তীতে সম্মেলন স্থলে রক্তিম পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন দলের প্রবীণ নেতৃত্ব মহাবীর কর্মকার। সম্মেলনে খয়রাসোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৯৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। তার মধ্য থেকে দুইজন মহিলা সহ ২৩ জনের নতুন ব্লক কমিটি গঠিত হয়। যার মধ্যে আশিষ ঘোষ সম্পাদক, অঙ্গদ বাউরি সভাপতি ও সমীর রায় কোষাধক্ষ্য নির্বাচিত হন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে ১০০ দিনের কাজ চালু করা। রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ। কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আগামী দিনে কৃষক সভার পক্ষ থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে। পাশাপাশি আগামী ২০ সেপ্টেম্বর কৃষক সভার জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ইলামবাজারে। সেখানে খয়রাসোল ব্লক এলাকার ১৬ জন প্রতিনিধিদের মনোনীত করা এবং ঐদিন অনুষ্ঠিত জনসভায় অংশ গ্রহণ করা। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব শতরূপ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উপরিউক্ত বিষয়সমূহ নিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী দলীয় প্রতিনিধিদের নিয়ে সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে দলীয় সূত্রে খবর। এদিন ব্লক কৃষক সভার সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা কমিটির সদস্য দিলীপ গোপ, সিপিআইএম খয়রাসোল ব্লক এরিয়া কমিটির সদস্য আনবর হোসেন খান, ধনপতি দাস, দয়াময় বাগ্দী, বেনীমাধব বাউরি প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *