
শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দীর্ঘ তিন দশক আগেই শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির যোগান দিতে গ্রামে গ্রামে চালু করেছে অঙ্গনওয়াড়ি সেন্টার। পুষ্টির উপর জোর দেওয়ার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে গত ১০ মে, ২০২৩ তারিখে “পোষণ ভি, পড়াই ভি” কর্মসূচি চালু করা হয়। অঙ্গনাওয়ারী কর্মীদের এই কর্মসূচি বিষয়ে সারা জেলায় প্রশিক্ষণদান কর্মসূচি শুরু হয়েছে। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের সদ্ভাব ভবনে আজ ৯ সেপ্টেম্বর এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। ব্লকের ৮৯ জন অঙ্গনওয়ারী কর্মী তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সিডিপিও সঞ্জীব মণ্ডল। উল্লেখ্য, এই ব্লকে ২৮৯ জন অঙ্গনওয়ারী কর্মী রয়েছেন। তাদের প্রত্যেককেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের সিডিপিও সঞ্জীব মণ্ডল সহ আনন্দ পাঠদান কেন্দ্রের প্রশিক্ষকরা এবং স্থানীয় সুপারভাইজার সেলিনা বেগম, মঞ্জুয়ারা খাতুন, চৈতালি ভদ্র প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম