বীরভূমের তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের তীর্থভূমি তারাপীঠে ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে মা তারার পুজো দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। রামপুরহাট রেলস্টেশনে তাঁকে স্বাগত জানান বিধানসভার ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন তারাপীঠ মন্দিরে পৌঁছান। পূজা অর্চনার পর মন্ত্রী ও তাঁর পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তাঁর কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত। পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল কেন্দ্র স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নলহাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই আধুনিক সুবিধা সম্পন্ন দমকল কেন্দ্র গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *