
বিজয়কুমার দাসঃ
১০ সেপ্টেম্বর সাঁইথিয়া পুরসভার উদ্যোগে সাঁইথিয়ার প্রত্যন্ত এলাকা ১৫ নম্বর ওয়ার্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইট এবং জলেপাড়া পুকুর এলাকায় ২৮০ টা বৃক্ষচারা রোপণ করা হল। সবচেয়ে উল্লেখযোগ্য এই যে, ৭ নং ওয়ার্ডের সূর্যসেন পল্লী ও ১৫ নং ওয়ার্ডের কালীটালা স্বনির্ভর গোষ্ঠীর ২০ জন মহিলা এই প্রকল্পে সহায়ক ভূমিকা গ্রহণ করেন। সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত নিজে গাছ লাগিয়ে এই প্রকল্পের সূচনা করে বলেন, এটি সাঁইথিয়া শহরের প্রায় বৃক্ষহীন রুক্ষ এলাকা। অম্রুত মিত্র প্রকল্পের অধীনে তাই এখানে ২৮০ টা বৃক্ষ রোপণ করা হল। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার শান্তনু রায় জানালেন, এই এলাকায় ১৫ নং ওয়ার্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাইট ও জলেপাড়া পুকুর এলাকায় স্বনির্ভর মহিলাদের হাত দিয়ে ২৮০ টা বৃক্ষরোপণ করা হল, যাতে আগামীতে এই এলাকা বৃক্ষশোভিত হয়ে ওঠে।

পুরসভার পক্ষে জানানো হয়েছে, বৃক্ষচারাগুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই পরিচর্যা করবেন নিয়মিত, যেভাবে তাঁরা সন্তান প্রতিপালন করেন, সেভাবেই বৃক্ষগুলি পরিচর্যা করবেন। “ওম্যান ফর ট্রী” এই লক্ষ্য সামনে রেখে বৃক্ষগুলি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্বে থাকবেন মহিলারাই। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানালেন, এই মহান দায়িত্ব পেয়ে তাঁরা উৎসাহিত। অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহ উপস্থিত ছিলেন এই প্রকল্প আয়োজনের দায়িত্বরত পুরকর্মীরা। পুরকর্মী ডালিম পাঁজা জানালেন, এ এক অভিনব উদ্যোগ। ২৮০ টা বৃক্ষচারা মহিলাদের পরিচর্যায় বৃক্ষ হয়ে উঠলে শহরের এই প্রত্যন্ত এলাকাটি বৃক্ষশোভিত হয়ে উঠবে। জানা গেল, ৭ নং ওয়ার্ডের সূর্যসেন পল্লী ও ১৫ নং ওয়ার্ডের কালীটালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গাছগুলি পরিচর্যার দায়িত্বে থাকবে।
