
মেহের সেখঃ
৮ সেপ্টেম্বর সোমবার সাহিত্য অকাদেমির উদ্যোগে আয়োজিত প্রবাসী মঞ্চ কার্যক্রমে সাহিত্য অকাদেমির প্রধান কার্যালয় দিল্লিতে ইংল্যাণ্ড প্রবাসী প্রখ্যাত কবি মোহন রাণার কবিতা পাঠের আয়োজন করা হয়। কবি মোহন রাণার জন্ম দিল্লিতে হলেও এখন তিনি কর্মসূত্রে লন্ডনে বসবাস করার পাশাপাশি সেখানে কবিতা চর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন। এদিনের কার্যক্রমে কবি মোহন রাণা তাঁর লেখালেখির বিষয়ে বলার পাশাপাশি নিজের লেখা বেশ কিছু কবিতাও আবৃত্তি করে শ্রোতাদের শোনান। তিনি তাঁর কবিতা রচনার প্রক্রিয়ার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন কবিতা এবং শব্দ – সংবেদনার মধ্যে কবি একটি কার্বন কপির মতো। কবিতা দু বার অনূদিত হয় , প্রথমবার সেটা লেখা হয় আর দ্বিতীয়বার সেটা পাঠ করা হয়। তিনি আরও বলেন যে তিনি কবিতার খিড়কি বানান — যে খিড়কি সব সময় খোলা থাকে। এদিন কবি মোহন রাণার আবৃত্তি করা কবিতা গুলো হল — পারগমন, যহ জগহ কাফী হে, এক সামান্য ডিসেম্বর কা দিন, চার চিরী তীন ইক্কে এবং এক জোকার,পাণী কা রঙ্গ,ছতনার চীড় কে ছায়া মে ইত্যাদি। এদিন কার্যক্রমের শেষে তাঁর কবিতা নিয়ে উৎসুক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। এদিনের কার্যক্রমে বিমলেশ কান্তি বর্মা, নারায়ণ কুমার, অনিল জোশী, বিনোদ তিওয়ারি ও রাজকুমার গৌতম সমেত বেশ কয়েকজন প্রবাসী কবি সাহিত্যিকও উপস্থিত ছিলেন। এদিনের কার্যক্রম সঞ্চালনা করেন এবং মোহন রাণাকে স্বাগত জানান সাহিত্য অকাদেমির উপসচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ।
