
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুরের রায়পুর সংলগ্ন ব্রাহ্মণী নদী তীরবর্তী নিমগাছের নিচে ক্ষতবিক্ষত অবস্থায় উজ্জ্বল বিত্তার (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্তত ২০ বছর ধরে তিনি ভদ্রপুরের রায়পুর গ্রামে ঘর জামাই হিসেবে বসবাস করছিলেন। তাঁর আসল বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। স্থানীয় সূত্রে খবর গতকাল রাতে তিনি গ্রামেই কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিন্তু গভীর রাতে আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে ১০ সেপ্টেম্বর, বুধবার সকালে নদীর ধারে স্থানীয়রা নিম গাছের ডালে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গেই নলহাটি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
