
বিজয়কুমার দাসঃ
বীরভূমের ভূমিপুত্র, বাংলা সাহিত্যের প্রথিতযশা কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে বেশ কিছু সময় বন্দী ছিলেন সিউড়ি সংশোধনাগারে। সিউড়ির তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসন ও সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল সিউড়ি সংশোধনাগারে কথাসাহিত্যিকের মূর্তি প্রতিষ্ঠার। অবশেষে সেই দাবি পূরণ হল। কথাসাহিত্যিকের জেলবন্দী থাকার স্মৃতিকে মর্যাদা দিয়ে তাঁর প্রয়াণ দিবসে ১৪ সেপ্টেম্বর সংশোধনাগারে প্রবেশপথের পাশেই প্রতিষ্ঠা করা হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি।
১৪ সেপ্টেম্বর শ্রী লক্ষ্মীনারায়ণ মীনা, প্রশাসক, সংশোধনাগার বিভাগ এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়। তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজের পক্ষে ড: দেবাশিস মুখোপাধ্যায় জানালেন, কথাসাহিত্যিকের জেলবন্দী থাকার স্মৃতিকে সম্মান দিয়ে এই মূর্তি প্রতিষ্ঠা খুব জরুরি ছিল।
