
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলার বুকে একমাত্র ইলামবাজার ব্লকে ১৩ সেপ্টেম্বর “পরিস্কার প্রভাত” নামে এক নয়া কর্মসূচি পালিত হয়। ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে সকাল ছটা থেকে নটা পর্যন্ত ইলামবাজার ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের গ্রাম স্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষকে যেমন সচেতন করা হয় তার পাশাপাশি রাস্তাঘাটে প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে এই কর্মসূচিতে হাত লাগায় ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষজন। ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. অনির্বাণ মজুমদারের নেতৃত্বে এদিন ইলামবাজার ব্লক জুড়ে গ্রামে গ্রামে সংসদ সদস্য ও ব্লকের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এলাকার মানুষজনকে সচেতনতার বার্তা দেন। পরিবেশকে স্বচ্ছ রাখতে প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার বন্ধ করা, সেই সঙ্গে মাঠে-ঘাটে পুকুরের পাড়ে মলত্যাগ না করা, পচনশীল ও অপচনশীল দ্রব্য চিহ্নিত করে তার নির্দিষ্ট জায়গায় বর্জন করা এমন সচেতনতার বার্তা দেন প্রতিনিধিরা। এদিন এই কর্মসূচিতে সামিল হন স্বয়ং ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার, বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস সহ এলাকার আশা ও অঙ্গনওয়ারী কর্মীরা সেইসঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।
