
দীপককুমার দাসঃ
শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে বীরভূম অনুভবে টুলটুল ওয়েলফেয়ার সোসাইটি, নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন ও বোস মিউজিক ইনষ্টিটিউট উদয়পুর (রাজস্থান)এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মাহ ভাদর নামাঙ্কিত ধ্রুপদী নৃত্য ও সন্তুর বাদন অনুষ্ঠান। মঞ্চ সজ্জায় ছিল অভিনবত্ব। মঞ্চে বিভিন্ন শাড়ি দিয়ে রাজস্থানী আর্ট এর নৌকার আদল দেওয়া হয়েছিল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সন্তুর বাদক পন্ডিত রামকৃষ্ণ বোস, তবলা বাদক প্রদ্যুৎ কুমার রায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উজ্জ্বল হক, নাট্যপরিচালক তথা সঙ্গীত শিল্পী রজকুমার সাহা।

এরপর ভাদ্র মাসের সন্ধ্যায় নৃত্যাঙ্গন বিদ্যানিকেতন শিক্ষার্থীরা পরিবেশন করেন একের পর এক ভরতনাট্যম নৃত্য। কখনো একক আবার কখনো সমবেত ভাবে নৃত্যাঙ্গন বিদ্যানিকেতনের নৃত্য প্রশিক্ষিকা ডঃ চন্দ্রাবলী ঘোষালের নৃত্য পরিচালনায় ভরতনাট্যম নৃত্যশৈলীর মাধ্যমে গনেশ, শিব, দুর্গা স্তুতি পরিবেশন করেন। এছাড়াও কৃষ্ণের দশাবতার ও নিপুণ ভাবে ধ্রুপদী নৃত্য ছন্দে পরিবেশিত হয়। দ্বিতীয় পর্বের আর্কষণ ছিল পন্ডিত রামকৃষ্ণ বোসের অনবদ্য সন্তুর বাদন। তিনি সন্তুর এর মাধ্যমে বিভিন্ন রাগ শোনান। পন্ডিত রামকৃষ্ণ বোসকে তবলায় যোগ্য সঙ্গত করেন প্রদ্যুৎ কুমার রায়। এদিনের এই ধ্রুপদী অনুষ্ঠান দেখতে সিউড়ির রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী মানুষ জন। নৃত্যাঙ্গণ বিদ্যানিকেতনের কর্ণধার ডঃ চন্দ্রাবলী ঘোষাল জানান, এদিনের অনুষ্ঠানে প্রায় ৪৫জন নৃত্য শিল্পী অংশগ্রহণ করেন। সন্তুর বাদনের অনুষ্ঠান মন ছুঁয়ে যায় উপস্থিত শ্রোতাদের।
