
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের নলহাটি ব্লকের বাহাদুরপুর পাথর খাদানের ধসে ৬ জন শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যুর ঘটনা ঘটে। সেই সাথে বহু শ্রমিক কমবেশি সকলেই আহত হন গত ১২ সেপ্টেম্বর শুক্রবার। ঘটনার পর থেকে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলে। এনিয়ে মৃতদের পরিবার পরিজন সহ স্থানীয় এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তবে এলাকায় কান পাতলেই শোনা যায় নলহাটি এলাকায় পাথর খাদানে মারা গেলে তাদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা ধার্য করা হয়েছে মুখ বন্ধ রাখতে। যার ফলে ঘটনা অহরহ ঘটেই চলেছে। প্রশাসন থেকে মালিকপক্ষ বারবার এরূপ দূর্ঘটনার পরেও সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি। সরকার কর্তৃক খাদানগুলো অবৈধ ঘোষিত হলেও ম্যানেজমেন্ট করে বহাল তবিয়তে রমরমিয়ে চলছিল। পাথর খাদানে দূর্ঘটনার বিষয় নিয়ে অন্যান্য দলের ন্যায় এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি র পক্ষ থেকে সোমবার নলহাটি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন তাদের দাবি সমূহের মধ্যে ছিল দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে ৫০ লক্ষ টাকা এবং আহতদের কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ।মালিক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট দোষীদের কঠোর শাস্তি। খাদান শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সহ সাত দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। প্রদত্ত স্মারকলিপি নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বিডিও অনতিবিলম্বে নিহত ও আহতদের পরিবারকে খাদ্য ও চিকিৎসা প্রদানে সম্মতি দেওয়ার পাশাপাশি অন্যান্য দাবিগুলির প্রতি সহমত হয়ে যথোপযুক্ত ভূমিকা গ্রহণের প্রতিশ্রুতি দেন বলে সংগঠনের বক্তব্য। ডেপুটেশন প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জয়ন্ত সাহা, বীরভূম জেলা সম্পাদক আনসারুল শেখ, পাথর খাদান শ্রমিক নেতা আক্তার শেখ, সাফিকুল শেখ প্রমূখ নেতৃত্ব।