
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজা চক্রের ১ মহিলা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতপরশু রাত বারোটা নাগাদ রামপুরহাট মহকুমা পুলিশের নেতৃত্বে ও নলহাটি থানার পুলিশ নলহাটি–আজিমগঞ্জ রেলগেট সংলগ্ন তেঁতুলতলা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
অভিযানে ধৃতদের কাছে থাকা চারটি বস্তা থেকে সেলোটেপে মোড়ানো মোট ২৫টি প্যাকেট গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে সুমন কর্মকার ও নিশা সাহানি এই দুজন আমোদপুরের বাসিন্দা। বাকিদের নাম আসগর শেখ (ডাঙ্গাপাড়া) ও খায়রুল আলম (ডিহা কৈগড়িয়া)। নলহাটি থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় মাদক চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের ১৬ সেপ্টেম্বর রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।