টোটো অটো ইউনিয়ন গঠিত লোকপুরে

সেখ রিয়াজুদ্দিনঃ

আজ বিশ্বকর্মা পূজা। বিভিন্ন দোকানের পাশাপাশি যানবাহন কেন্দ্রিক পুজা উদযাপন হচ্ছে বিভিন্ন স্থানে। কোথাও কোথাও ব্যক্তিগত উদ্যোগে, কোথাও আবার ইউনিয়ন গত ভাবে পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। সেরূপ আজ বুধবার আইএনটিটিইউসি পরিচালিত লোকপুর বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে বিশ্বকর্মা পূজা পালিত হয়। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইনটিটিইউসির ছত্রছায়ায় লোকপুরে টোটো অটো ইউনিয়ন গঠিত হয় এবং আত্মপ্রকাশ করে এক অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায় লোকপুর বাসষ্ট্যান্ড এলাকায় লোকপুর থানার বিভিন্ন গ্রাম এলাকা সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের কিছু গ্রামের টোটো অটো মিলিয়ে প্রায় শতাধিক চালক তারা নিয়মিত ব্যবসার কাজে জমায়েত হন। সেখান থেকেই তাদের সংঘবদ্ধ হয়ে ব্যবসায়ীক এবং সামাজিক মনমানসিকতা নিয়ে সংগঠনের পরিকল্পনা। ৭৫ জন সদস্য বিশিষ্ট কমিটি থেকে সুশান্ত দাস সভাপতি, সেখ আলমগীর সম্পাদক এবং নৌতম চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এদিন ফিতা কেটে বিশ্বকর্মা পূজার শুভসূচনা করা হয়। পাশাপাশি টোটো অটো নিয়ে একটি মিছিল সংগঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক আইএনটিটিইউসির ব্লক সভাপতি কাঞ্চন দে, লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক শীল, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পিয়ার মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *