
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবারও চলতি বছরের দুর্গাপুজো কমিটি গুলিকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান করা হয়। ১৭ সেপ্টেম্বর বীরভূমের দুবরাজপুর পুরসভার সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ১০৪ টি পুজো কমিটির কর্মকর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি ক্রাইম পথিক রায়, দুবরাজপুর থানার ওসি মনোজ সিং, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা সৌকত আলি, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ বিশিষ্ট জনেরা। এদিন পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী পৌরসভা এলাকা এবং ব্লকের গ্রাম পঞ্চায়েত স্তরে সার্বজনীন পুজো কমিটির হাতে চেক তুলে দেন ডি এস পি ক্রাইম পথিক রায় সহ অন্যান্য অতিথিরা। সেই সঙ্গে পুজো কমিটি গুলিকে গাইডলাইন মেনে শারদীয়া উৎসব পালনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এদিন এই পুজো কমিটির কর্মকর্তারা আর্থিক অনুদান পেয়ে খুশি ব্যক্ত করেন।
