
শম্ভুনাথ সেনঃ
পুজোর মুখেই আজ ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১০ দফা দাবি নিয়ে বীরভূমের ইলামবাজারের অপরাজিতা অনুষ্ঠান ভবনে জেলা ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এম্বুলেন্স, ট্রাক, ট্যাক্সি, বাস, ট্রাক্টর বিভিন্ন যানবাহন চালকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান তুলে একটি পদযাত্রা ইলামবাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রাজ্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তথ্য সম্পাদক সেখ সেন্টু, বীরভূম শাখা অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী নজরুল ইসলাম সহ সংস্থার বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা। এই সম্মেলনে জেলার শতাধিক ড্রাইভার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন গোবিন্দ বিশ্বাস ট্রাফিক নিয়ন্ত্রণ অধিকারী। ড্রাইভারদের জীবন জীবিকার স্বার্থে এই সম্মেলনে তাদের ১০ দফা দাবি নিয়ে আলোচনা হয়। ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের কাছে বছরের ১লা সেপ্টেম্বর দিনটিকে “ড্রাইভার দিবস” হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠে। সেই সঙ্গে ড্রাইভারদের মর্যাদা, সামাজিক সুরক্ষা ইত্যাদি দাবি নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।সমাজ ও দেশের উন্নয়নে চালিকাশক্তি ড্রাইভাররা। অথচ ড্রাইভাররা প্রতিমুহূর্তে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছে। যাতে সমস্ত সুযোগ সুবিধা থেকে গাড়ি চালকরা বঞ্চিত না হয় সেই দাবীতে এই আন্দোলন বলে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্য ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের তথ্য সম্পাদক শেখ সেন্টু।