৩২ বছর আগের বাম আমলের মামলায় বীরভূমের বোলপুর মহকুমা আদালতে হাজির জেলা সভাধিপতি

শম্ভুনাথ সেনঃ

বামফ্রন্ট সরকারের আমলে বাম জমানায় ৬৩ টা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল বর্তমান বীরভূম জেলা সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখকে। সাংবাদিকদের মুখোমুখি সে কথায় তিনি তুলে ধরেন আজ ১৮ সেপ্টেম্বর বোলপুর মহকুমার আদালতে। উল্লেখ্য,৩২ বছর আগে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল সেই মামলার এদিন নিষ্পত্তি হয়। এছাড়াও আর একটি কেসে সাক্ষী শুরু হয়েছে বলে তিনি জানান। এক এক করে বেশিরভাগ মামলায় তিনি খালাস পেয়েছেন। বাকি এখোনো আটটা মামলার জন্য কোর্টে হাজিরা দিতে আসতে হয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। এদিন মহামান্য আদালত কাজল শেখকে বেকসুর খালাস দিয়েছেন। কোন মামলায় আজ বেকসুর খালাস পেলেন এই প্রশ্নের জবাবে তিনি জানান, ১৯৯৩ সালের চারকলগ্রামে একটি পারিবারিক ঝামেলা হয়েছিল। সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ছিল বামফ্রন্টের হার্মাদরা। এই মামলায় ১৩ জন অভিযুক্ত ছিল। এদিন ১৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দেয় মহামান্য আদালত। অন্য আর একটি ২০১২ সালের মামলায় ৪২ জনই আসামী আজ হাজির হয়েছিলেন। যাদের নামে অভিযোগ ছিল। আজ থেকে সাক্ষী শুরু হয়েছে। দু-এক মাসের মধ্যেও ওই মামলার নিষ্পত্তি হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *