
শম্ভুনাথ সেনঃ
বাংলার সুপ্রাচীন বাউল বৈষ্ণবতীর্থ কবি জয়দেবের সাধনভূমি কেন্দুলীর পবিত্র মাটিতে এবার রাজ্যস্তরের ২ দিনের বাউল উৎসব-২০২৫ শুরু হল। আজ ১৯ সেপ্টেম্বর জয়দেব কেন্দুলির সরকারি বাউল মঞ্চে এই উৎসবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বীরভূম জেলা শাসক বিধান রায় ও বিশিষ্ট ব্যক্তিত্বরা বিশিষ্ট ব্যক্তিত্বরা। উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে মঞ্চে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। তারপর শিল্পী লক্ষ্মণ দাস বাউলের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কো-মেন্টর বুদ্ধদেব হাঁসদা, পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিও নিগমের চেয়ারপারসন অসীম কুমার মাঝি, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ অনির্বাণ মজুমদার প্রমুখ।
দুদিনের এই বাউল উৎসবের সাথে থাকবে বাউল বিষয়ক বক্তৃতা, আলোচনা চক্র, কর্মশালা এবং নানা প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। বিভিন্ন স্টল দিয়ে উৎসব প্রাঙ্গণ সাজানো হয়েছে।বীরভূম, বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ রাজ্যের এমন ৭টি জেলা থেকে অন্তত ১৫০ জন বাউল শিল্পী যোগ দিয়েছেন উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠানে পর জয়দেবের বাউল মঞ্চে বিভিন্ন শিল্পীর বাউল গানে আজ আন্দোলিত হয় কেন্দুলীর আকাশ বাতাস।
