বীরভূমের রামপুরহাটে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু ঘিরে উত্তেজনা

শম্ভুনাথ সেনঃ

বেআইনি বালি বোঝায় ট্রাক্টর এর দৌরাত্মে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চাইনা ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে ২১ সেপ্ট বীরভূমের রামপুরহাট থানার রদিপুর গ্রামে ক্যানেল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভোরে ঐ বালি বোঝাই ট্রাক্টর দ্রুতগতিতে এসে চাইনা ভ্যানটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। মৃতের নাম রাম ধীবর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ভোর ও রাতের অন্ধকারে বেপরোয়া গতিতে প্রায় ৫০ থেকে ৭০টি বালি বোঝাই ট্রাক্টর এই রাস্তা দিয়ে চলাচল করে। নারায়ণপুরের শালবুনি ও খড়িডাঙা এলাকা থেকে অবৈধভাবে বালি তুলে ঝাড়খণ্ডের মলুটি গ্রাম হয়ে রামপুরহাটে পাচার করা হয়। আজও সেই পাচারের সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাধা দেন। তাদের দাবি, অভিযুক্ত ট্রাক্টর চালককে দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দিতে হবে। একই সঙ্গে অবিলম্বে এই রাস্তায় বালি বোঝাই ট্রাক্টরের যাতায়াত বন্ধ করার দাবি ওঠে। এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বালি পাচার নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ। প্রশাসনকে একাধিকবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এদিনের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষের ক্ষোভ বাড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *