মহালয়া ২০২৫ : দেবীপক্ষের সূচনা, মায়ের আগমনী বার্তা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সিউড়ি, ২০ সেপ্টেম্বর, ২০২৫ : আগামীকাল মহালয়া পালিত হবে। দেবীপক্ষের সূচনা হবে ভোর থেকেই। ভোরের আলো ফোটার আগেই সর্বত্র বেজে উঠবে মহিষাসুরমর্দিনীর চণ্ডীপাঠ। গঙ্গার ঘাট থেকে মফস্বলের পুকুরপাড়—সর্বত্র প্রতিমা গড়ার কাজ থাকবে তুঙ্গে। একদিকে শিল্পীরা ব্যস্ত থাকবেন, অন্যদিকে ভক্তদের উচ্ছ্বাসে মহালয়ার সকালে বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবের প্রস্তুতিতে।

মহালয়ার ঐতিহ্য বাঙালির জীবনে অনন্য হয়ে থাকবে। আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ না শুনে পুজোর শুরু ভাবা যাবে না। প্রভাতফেরি, ধুনুচি ধরা, ঢাকের আওয়াজ—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে শহর ও গ্রামে ছড়িয়ে পড়বে মায়ের আগমনী বার্তা।

পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহালয়া দিনে দেবী দুর্গার আহ্বান জানানো হবে মহিষাসুর দমন করতে। এই দিন থেকেই শুরু হবে দেবীপক্ষ, যা মহাষষ্ঠীতে মায়ের বোধনে পরিণত হবে।

এ বছর মায়ের আগমন ঘটবে গজে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, গজে আগমন শান্তি ও সমৃদ্ধির বার্তা বহন করবে। শিল্পী ও পুরোহিতদের মতে, এবছরের পুজো আনন্দ, ঐক্য ও মঙ্গলের পরিবেশ বয়ে আনবে।

কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ভোরবেলা থেকেই ভক্তদের ভিড় জমবে গঙ্গার ঘাটে তর্পণ করতে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান ও জলাঞ্জলি দিয়ে শুরু হবে মহালয়ার আচার।

এখন সবার অপেক্ষা থাকবে মা দুর্গার মর্ত্যে আগমনের। প্রতিমা নির্মাণ পৌঁছাবে শেষ পর্যায়ে, প্যান্ডেল সজ্জা চলবে জোরকদমে। আলোর ঝলক, ঢাকের বাদ্যি আর অগণিত মানুষের হাসিমুখে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবহ তৈরি হবে ধীরে ধীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *