
শম্ভুনাথ সেনঃ
নতুন রেশন ডিলারকে অবৈধভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। সেই রেশন ডিলারের লাইসেন্স বাতিলের দাবিতে আজ ২২ সেপ্টেম্বর স্থানীয় পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় রেশন গ্ৰাহকেরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্ৰামে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে রেশন ডিলার লাইসেন্স পেয়েছেন বলে অভিযোগ এলাকার রেশন গ্ৰাহকদের। নথিপত্র গোপন রেখে এবং স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার মদতে রেশন ডিলারের লাইসেন্স পেয়েছেন বিশালপুরের সরকারি কন্ট্রাক্টর সেখ সালামত। এমনটাই অভিযোগ করেন এলাকার রেশন গ্ৰাহকেরা। তাই লাইসেন্স বাতিলের দাবিতে এদিন চিনপাই গ্ৰাম পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেন স্থানীয় এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায় সদাইপুর থানার চিনপাই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়নপুরে রেশন ডিলার কাকলি চক্রবর্তীর রেশন দোকানের গ্ৰাহক সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় নতুন ডিলারের লাইসেন্সের জন্য সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন এক মহিলা সহ মোট ৫ জন। ৪ জনের আবেদন প্রথমেই বাতিল করে দেন সংশ্লিষ্ট দপ্তরের তদন্তকারী অফিসার, এমনই অভিযোগ উঠেছে। শুধুমাত্র সেখ সালামতের আবেদন বৈধ বলে ঘোষণা করা হয়। পরে সংশ্লিষ্ট দপ্তর থেকেও লিখিত ভাবে জানানো হয় সেখ সালামতের আবেদন বৈধ। কিন্তু গ্ৰামের মানুষের অভিযোগ স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার মদতেই লাইসেন্স পেয়েছেন সরকারি ঐ কন্ট্রাক্টর। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নথিপত্র গোপন রেখে বেআইনি ভাবে লাইসেন্স পেয়েছেন বলে অভিযোগ গ্ৰামবাসীদের। ফলে বঞ্চিত হয়েছেন যোগ্য আবেদনকারী। এছাড়াও এলাকার গ্ৰাহকদের অভিযোগ, গ্ৰাম ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার দূরে নতুন রেশন দোকান হওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। যোগ্য ব্যক্তিকে লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। সেই সঙ্গে গ্ৰাহকদের পুনরায় পুরাতন রেশন দোকানে পরিষেবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তারা। এবং ঐ ব্যক্তি কিভাবে লাইসেন্স পেলো তার জন্য তদন্তের দাবি করেছেন গ্ৰামের মানুষজন।
ছবিও ভিডিও: নিতাই চক্রবর্তী, চিনপাই; বীরভূম