
সেখ রিয়াজুদ্দিনঃ
বাংলা ভাষা অবমাননার বিরুদ্ধে গত ২১ জুলাই কোলকাতা সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মসূচি হিসেবে ঘোষণা করেন প্রতিটি ব্লক থেকে অঞ্চল ভিত্তিক শনিবার অথবা রবিবার দেখে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে হবে। সেই মোতাবেক সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল কর্মসূচি। সেই প্রেক্ষিতে শনিবার লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সংগঠিত হয় প্রতিবাদ মিছিল। এদিন লোকপুর দলীয় কার্যালয় থেকে সুসজ্জিত মিছিল বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্লোগানে মুখরিত করে তোলে। পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিবাদ মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড ব্যানার সহযোগে স্থানীয় বাজার বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে লোকপুর পুরাতন বাসস্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে, শিক্ষক সেখ জুলফিকার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার গায়েন, সদস্য উজ্জ্বল হক কাদেরী, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য তরুণ তপন ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারাপদ দাস, খয়রাসোল অঞ্চল তৃণমূল সভাপতি দয়াময় গোপ, হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ লোকপুর অঞ্চল সভাপতি দীপক শীল প্রমুখ নেতৃবৃন্দ।