
সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধভাবে বালি পাচার রোধে জেলা শাসক স্বয়ং নৈশকালীন অভিযান চালিয়ে যাচ্ছেন। ফলস্বরূপ অবৈধ বালি বোঝাই ডাম্পার ট্রাক্টর সহ চালক হেলপার আটক হয়। সেরূপ শুক্রবার গোপন সূত্র মারফত লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি খবর পান অবৈধ বালি ভর্তি একটি ট্রাক্টর লোকপুর অভিমুখে ঢোকার। সেই প্রেক্ষিতে রাতে মোবাইল ভ্যানে কর্তব্যরত এএসআই প্রশান্ত রায়কে স্থানীয় থানার বারাবন জঙ্গল এলাকায় টহল বাড়ানোর নির্দেশ দেন। কিছুক্ষণ পরেই উক্ত এলাকার মধ্যে অবৈধ বালি ভর্তি ট্রাক্টর ঢুকে পড়লে পুলিশ গাড়ি সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায় ধৃত চালক খয়রাসোল থানার পান সিউড়ি গ্রামের সনাতন গোপ। শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
