
দীপককুমার দাসঃ
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর, সিউড়ি তথা বীরভূমের অন্যতম নাট্যসংস্থা ‘এখনই’-এর ৪২ তম জন্মদিন আড়ম্বরের সঙ্গে উদযাপিত হলো সিউড়ির সত্যপ্রিয় ভবন তথা এবিটিএ হলে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভসূচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও সুস্থ সংস্কৃতির পৃষ্ঠপোষক নির্মাল্য মল্লিক সহ সিউড়ির নাট্যজগতের গুণীজনরা। শ্রুতিনাটক, কবিতালেখ্য, গান কবিতায় সাজানো অনুষ্ঠানটির শুরুতেই ‘এখনই’-এর চড়াই-উতরাইয়ের সুদীর্ঘ পথ অতিক্রমের ইতিহাস স্মৃতিচারণ করেন সংস্থার প্রাণপুরুষ রজকুমার সাহা। উপস্থিত ছিলেন কৃষ্ণকমল রায়, মুকুল সিদ্দিকী, শ্রী উজ্জ্বল হক, দেবাশীষ দত্ত, নির্মল হাজরা, বিমল সোম, সুব্রত নাগ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতাপ সিংহ রায়। ঘণ্টাতিনেকের আকর্ষণীয় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ঐন্দ্রজালিক কুমার বাসুদেব-এর জাদু প্রদর্শনের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন এখনই’র একনিষ্ঠ সৈনিক ও সম্পাদক শ্রী শম্ভুনাথ সাহা।
