
শম্ভুনাথ সেনঃ
স্বচ্ছ ভারত অভিযানকে দেশব্যাপী জাতীয় আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা এবং পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রতি বছর ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা নামক “স্বচ্ছ ভারত দিবস” উদযাপিত হয়। এনসিসি ফিফটিন বেঙ্গল, সিউড়ি,র কমান্ডিং অফিসার কর্নেল এস.এস, রায়ের নির্দেশক্রমে বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে মেজর ডঃ রিন্টু কুমার বিশ্বাস এর নেতৃত্বে ২৩ সেপ্টেম্বর এই দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ইনচার্জ ডঃ শ্যামল কুমার যশ, অধ্যাপক মহানন্দ বর্মন, ড. সাথী সাহা ও এন সি সি ছাত্র-ছাত্রীরা। এইসব পড়ুয়াদের নিয়ে একটি পদযাত্রা হেতমপুর এলাকা পরিক্রমা করে। হেতমপুরের ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির, স্থানীয় জলাশয় এবং সেই সঙ্গে কলেজের হেরিটেজ বিল্ডিং গুলির পরিস্কার পরিচ্ছন্ন করতে কলেজ পড়ুয়ারা এদিন হাত লাগায়।
