গুরু পূর্ণিমায় পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের অনুষ্ঠান

দীপক কুমার দাসঃ

১৩ জুলাই, বুধবার গুরু পূর্ণিমার দিন বিকেলে সিউড়ির বড়বাগানের প্রান্তিক সংঘের সভাগৃহে অনুষ্ঠিত হলো পুষ্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের অনুষ্ঠান। এদিন এই সংস্থার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় সিউড়ির ট্রাফিক ওসি সুমন প্রামাণিককে। এছাড়া মাধ্যমিক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য অনীক বাগ্দী ও উচ্চ মাধ্যমিকে বিশেষ কৃতিত্বের জন্য দীপনারায়ণ সিংহ ও শ্রীদেব অধিকারীকে সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন এই সংস্থার শিক্ষার্থীরা। ট্রাফিক ওসি সুমন প্রামাণিককে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া তার হাতে স্মারক, ফুলের চারা, মিষ্টান্ন ও মানপত্র তুলে দেওয়া হয়। কৃতি তিন ছাত্রকে উত্তরীয় পরিয়ে বরণ ও ফুলের চারা, কলম, মিষ্টান্ন দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই পুস্পবীণা সঙ্গীত শিক্ষা নিকেতনের কর্ণধার তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানবী সরকার বলেন, এই গুরুপূর্ণিমার দিন কোভিডের সময়ে ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য সিউড়ির ট্রাফিক ওসি সুমন প্রামাণিক মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করা হলো। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি তিন ছাত্রকেও সম্মাননা জ্ঞাপন করা হলো। সম্মাননা গ্রহণ করে নিজের বক্তব্যে সুমন বাবু বলেন, দুর্ঘটনা কমানোর জন্য কাউকে গোলাপ ফুল দিতে হয়েছে, কাউকে ফাইন করতে হয়েছে। এই সম্মাননা কাজের প্রতি দ্বায়িত্ব আরো বাড়িয়ে দিলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ির বিশিষ্ট গুণীজনরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুষ্মিতা অধিকারী ও সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *